English Version
আপডেট : ২৬ জুন, ২০১৮ ১১:৪৬

রায় মেনে নিতে প্রস্তুত: জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক
রায় মেনে নিতে প্রস্তুত: জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ভোট দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুরের ছয়দানায় তার নিজ বাসভবন থেকে বের হয়ে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সোয়া ৯টার দিকে তিনি ভোট দেন। ভোট দেওয়ার সময় তার মেয়ে সঙ্গে ছিল।

ভোট দেওয়ার পর জাহাঙ্গীর বলেন, ‘জনগণ তাদের ভোটের মাধ্যমে যে রায় দেবে সেই রায় আমি মেনে নিতে প্রস্তুত আছি। জয়কে জয় আর পরাজয়কে পরাজয় মেনে নিতে আমি মানসিকভাবে প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি গাজীপুরের মানুষ আমাকে ভোট দেবে। গাজীপুরে নৌকার বিজয় আনতে পারবো বলে আমি শতভাগ আশাবাদী।’

নেতাকর্মীদের প্রতি কোনও নির্দেশনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব শ্রেণির ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে আসতে পারে সে জন্য সবাইকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছি।’

গাজীপুরে এবার মোট ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এ সিটিতে এবার নতুন ভোটার একলাখ ১১ হাজার। এ ছাড়া শ্রমিক ভোটার দুই লাখের বেশি। সিটির ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৩৩৭টিকে ঝুঁকিপূর্ণ ও ৮৮টিকে সাধারণ চিহ্নিত করা হয়েছে।