English Version
আপডেট : ১৫ মে, ২০১৮ ১১:৪৮

খালেদা জিয়ার জামিন শুনানি দুপুর ১২টায়

অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার জামিন শুনানি দুপুর ১২টায়

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আজ মঙ্গলবার (১৫ মে) দুপুর ১২টায় শুনানি শুরু হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আবেদন বিবেচনা করে শুনানি পিছিয়েছে। তবে আজ রায় দেয়া হবে কিনা, সে ব্যাপারে আদালত সিদ্ধান্ত জানাবে। আজ সকাল ১০টায় শুনানি শুরু হওয়ার কথা ছিল।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলাটি রায়ের আজকের কার্যতালিকার ৩ নম্বরে রয়েছে।

উল্লেখ্য, গত ৮ ও ৯ মে দুটি আপিল আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। সে অনুযায়ী মামলাটি রায়ের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।