English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮ ১২:৩০
বনানীতে ওবায়দুল কাদের

‘বিএনপি চায় না তারেক রহমান রাজনীতি করুক’

অনলাইন ডেস্ক
‘বিএনপি চায় না তারেক রহমান রাজনীতি করুক’

তারেক জিয়া দেশে আসুক এটা হয়তো বিএনপিও চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো ছেলে শেখ জামালের ৬৫তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্ত করা আওয়ামী লীগের দায়িত্ব নয়। কেবল আদালতের মাধ্যমেই তিনি মুক্ত হতে পারেন। এসময় সিটি নির্বাচনে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সামাল দেয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমানের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি চায় না জেল-জুলুম মোকাবিলা করে দেশে ফিরে তারেক রহমান রাজনীতি করুক। তারেক রহমানেরও সে সাহস নেই।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম প্রমুখ।