English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৮ ১৩:০৫

সন্ধ্যায় বিএনপির জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক
সন্ধ্যায় বিএনপির জরুরি বৈঠক

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ সফল করার পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন সিটি নির্বাচন নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হবে বলে বিডি২৪লাইভকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সাথে ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র করা আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে বুধবার (২৭ মার্চ) এ বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।

বুধবার সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি একেএম সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি সাংবাদিকদের জানান।

পরে আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, এ মামলায় সাজা বৃদ্ধি চেয়ে গত ২৫ মার্চ আবেদন করেছিলাম হাইকোর্টে। আদালত সে আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। আগামীকাল বুধবার শুনানির জন্য আবেদনটি হাইকোর্টের কার্যতালিকায় আসবে।

এতিমের অর্থ আত্মসাতের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশি বাজারের অস্থায়ী আদালতের বিচারক ড. আকতারুজ্জামান। এ মামলার অপর আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে রয়েছেন খালেদা জিয়া।