English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৮ ১৪:৫৯

স্বাধীনতা বিরোধীদের বিষ বৃক্ষ মূলোৎপাটন করা হবে : কাদের

অনলাইন ডেস্ক
স্বাধীনতা বিরোধীদের বিষ বৃক্ষ মূলোৎপাটন করা হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রথম ধাপ উত্তরণের যে স্বীকৃতিই এটাই প্রমাণ করে বাংলাদেশ কতটা এগিয়েছে।   জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। এখনও যেসব স্বাধীনতা বিরোধী সোচ্চার রয়েছে তাদের মূলোৎপাটন করা হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।      তবে আমাদের এখনো অন্তরায় আছে।সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার শত্রুতারা ৪৭ বছরের পরও মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে কালো ছায়া বিস্তার করে আছে। স্বাধীনতা বিরোধীদের এই বিষ বৃক্ষটি মূলোৎপাটন করতে হবে।