English Version
আপডেট : ২৩ মার্চ, ২০১৮ ২৩:৪৮

নির্বাচন বিএনপির এজেন্ডা নয়

অনলাইন ডেস্ক
নির্বাচন বিএনপির এজেন্ডা নয়

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হয়নি। নির্বাচন করার অধিকার তাদের আছে। বাংলাদেশে সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন যথাসময়েই হবে। সুতরাং তারা নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র সচল রাখতে সাহায্য করুক বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ইনু বলেন, বিএনপি আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব হাজির করতে পারেনি। নির্বাচন প্রশ্নে তারা ফাঁকা কথা বলছেন, এর মানে নির্বাচন তাদের এজেন্ডা নয়, তাদের এজেন্ডা হলো পানি ঘোলা করে বিভ্রান্তির মধ্য দিয়ে একটি অস্বাভাবিক সরকার গঠন করা।

শুক্রবার (২৩ মার্চ) কুষ্টিয়ার দিশা রেস্ট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার আমলে শুধু হাওয়া ভবনের উন্নয়ন হয়েছে আর শেখ হাসিনা পুরো দেশের উন্নয়ন করেছেন। যার সুফল দেশবাসীর সঙ্গে বিএনপি সদস্যরাও ভোগ করছেন।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।