English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৮ ১৮:৫৪

‘বিএনপি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’

অনলাইন ডেস্ক
‘বিএনপি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি গোপনে গোপনে অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (১৩ মার্চ) সকালে রাজধানী ঢাকার মিরপুর ১২ নম্বরে ইলিয়াস আলী মোল্লা বস্তির অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি তলে তলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারা এখনো নির্বাচনের প্রস্তুতি নিয়েই সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা তাদের তৃণমূলের খবর জানি বলে মন্তব্য করেন তিনি।’

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি তাদের নির্বাচনী কর্মকাণ্ড গোপনে ঠিকঠাক ভাবে চালিয়ে যাচ্ছে। এতে অসুবিধার কোনো কারণ নেই বলে জানান সেতুমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস  মোল্লা ও  উপস্তিত ছিলান বিস্তিঅ সমাজ শেবক আল-হাজ এখলাস ঊদ্দিন মোল্লাসহ অন্য নেতৃবৃন্দ।