English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৮ ১৭:২৯

শামীম ওসমানের নতুন কারিশমা!

অনলাইন ডেস্ক
শামীম ওসমানের নতুন কারিশমা!

প্রচণ্ড প্রতিকূল অবস্থা থেকে যে কোন সময় উত্তরণের যোগ্যতা রাখেন তিনি। তিনি একজন কারিশম্যাটিক নেতা। যে যাই বলুক তিনিই আমাদের রাজনীতির দর্শন’।

শামীম ওসমান সর্ম্পকে এমন ভূয়সী প্রশংসা করছিলেন সদর উপজেলার বক্তাবলীর আনোয়ার হোসেন নামের এক কর্মী। এমন প্রশংসার কারণ জানতে চাইলে থানা যুবলীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, শামীম ওসমান জানেন কখন কীভাবে দলকে গুছাতে হয়, এগিয়ে নিতে হয়। কর্মীদের ‘পালস’ তিনি ঠিকই ধরে ফেলতে পারেন। কর্মীরাই দলের প্রাণ, তিনি সবসময় কর্মীদের ‘টাচে’ ছিলেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। এ লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নের কেন্দ্র কমিটি করারও দায়িত্ব বণ্টন করা হয়েছে। আনোয়ার হোসেনও বক্তাবলী ইউনিয়নের কয়েকটি কেন্দ্র কমিটির তালিকা করার কাজে ব্যস্ত ছিলেন। পথে এ প্রতিবেদকের সাথে কথা হয় তার।

জানা গেছে, শুধু কেন্দ্র কমিটিই নয়, তৃণমূল নেতাকর্মীদের মতামতও শুনবেন তিনি। এলক্ষ্যে তৃণমূল পর্যায়ে তিনি কর্মীসভাও আয়োজন করছেন। ইউনিয়নগুলো সেভাবে প্রস্তুতিও নিতে শুরু করেছে।

আজ সোমবার (১২ মার্চ) পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে কুতুবপুর ইউনিয়নে কর্মীসভার মাধ্যমে এর শুরু হচ্ছে। পরেরদিন ১৩ মার্চ পাইলট স্কুল মাঠে ফতুল্লা ইউনিয়ন, ১৪ মার্চ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের বাসায় কুতুবপুর ইউনিয়নে দ্বিতীয় দফা, ১৫ মার্চ ইসদাইর হোসেন উচ্চ বিদ্যালয়ে ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের ২য় দফা, ১৬ মার্চ কুতুবপুর প্রাইমারী স্কুলে কুতুবপুর ইউনিয়ন, ১৭ মার্চ হরিহরপাড়া স্কুলে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগ, ১৮ মার্চ দেওভোগ হাজী উজির আলী স্কুলে কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগ, ১৯ মার্চ পশ্চিম মাসদাইর প্রাইমারী স্কুলে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের ২য় দফা, ২০ মার্চ বক্তাবলী মাদ্রাসায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ ও ২১ মার্চ বাংলা ভবনে ফতুল্লা থানা মহিলা আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী জানান, কর্মীদের সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়াই মূলত এসব সভার উদ্দেশ্য। আমাদের নেতা শামীম ওসমান এসব সভাগুলোতে দিকনির্দেশনা দিবেন। এর মধ্যদিয়ে কর্মীদের সংগঠিত করার একটি প্রক্রিয়া শুরু হলো বলে জানান থানা আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন, তৃণমূল নেতাকর্মীদের আরো কাছাকাছি নিয়ে তাদের কাছ থেকে বক্তব্য শুনে সামনের রাজনীতি ও উন্নয়নের পথ তৈরি করতে চাচ্ছেন এমপি শামীম ওসমান। সেই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতও হচ্ছেন। ঘর গোছানোর অংশ হিসেবে তিনি শুধু দিকনির্দেশনাই দিবেন না শুনবেন কর্মীদের বক্তব্যও।

গত ১৯ ফেব্রুয়ারী ফতুল্লা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভায় শামীম ওসমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফতুল্লায় আওয়ামীলীগের নেতাকর্মীদের সু সংগঠিত করতে প্রতিটি ইউনিয়নে কর্মী সভা করার তাগিদ দেন। এর পরই থানা আওয়ামী লীগ কর্মীসভার উপরোক্ত রুটিন তৈরি করেন। নেতারা জানান, একই প্রক্রিয়ায় পরবর্তীতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদীয় এলাকায় সিদ্ধিরগঞ্জেও অনুরূপ কর্মসূচি নেয়া হবে।

শামীম ওসমানের ঘনিষ্টজনরা বলছেন, কর্মীসভাগুলোর পরে শামীম ওসমান কী ধরনের উন্নয়ন হয়েছে, সরকারের কী উন্নয়ন করেছে সেগুলো জনগণের কাছে তুলে ধরারও একটি কর্মপরিকল্পনা তৈরি হতে পারে। সেইসাথে নির্বাচন পরিচালনায় স্বচ্ছ ও স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতাকর্মী অথবা পদহীন অনেককেও সম্পৃক্ত করার একটি সিদ্ধান্ত আসতে পারে।

 

সুত্র- টাইমস নারায়ণগঞ্জ ২৪ ডট কম