English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৮ ১৭:৩৮

খালেদাকে অন্য আইনজীবী নিতে বললেন নাসিম

অনলাইন ডেস্ক
খালেদাকে অন্য আইনজীবী নিতে বললেন নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বেগম জিয়াকে আমরা জেলে পাঠাইনি। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, বয়স্ক মহিলা, তাকে কারাগারে পাঠানো আমাদের জন্য স্বস্তির বা সুখকর কিছু নয়। কেউ জেলে থাকুক আমরা চাই না।

তিনি বলেন, জেলে থাকার অভিজ্ঞতা তো অনেকের চেয়ে আমার বেশি আছে। সেখানে কত কষ্ট হয় আমি জানি। আইনি প্রক্রিয়ায় তিনি জেলে গেছেন, আইনি প্রক্রিয়ায় উনি বের হয়ে আসবেন।

৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করতে মঙ্গলবার দুপুরে আয়োজিত দলের ঢাকা মহানগর শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনাদের আইনজীবীরা যদি দক্ষ হয় অবশ্যই উনি (খালেদা জিয়া) জেল থেকে বেরিয়ে আসবেন। আর যদি দক্ষ না হয়ে বলে- খালেদা জিয়া জেলে থাকলে প্রতিদিন ১০ লাখ ভোট বাড়ে। তার মানে উনি (মওদুদ) নিজেই চান তার নেত্রী জেলে থাকুক। আর প্রতিদিন ভোট বাড়ুক।

তিনি বলেন, এই আইনজীবী দিয়ে আপনি (খালেদা জিয়া) কিভাবে বের হবেন? এজন্য আমি বলেছি- এসব আইনজীবী বাদ দিয়ে অন্য আইনজীবী নেন। তাহলে তিনি বের হতে পারবেন।

সামনে অনেকগুলো চক্রান্ত অপেক্ষা করছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ৭১ সালের শত্রুকে চেনা যেত। এখনকার শত্রুদের চেনা যায় না। অধ্যাপক ড. জাফর ইকবাল বসেছিলেন একটা অনুষ্ঠানে। তাকে পেছন থেকে মেরে দিয়েছে।

এখন আমার পেছনে যারা দাঁড়িয়ে তারা আমার কর্মী। কিন্তু পেছন দিয়ে মেরে দিলে কী করবেন, বলেন! আমাদের নিজেদের মধ্যেই শত্রু আছে। ৭১ সালের শত্রু তো এখানেও থাকতে পারে। এই শত্রু এখন সক্রিয় হয়ে গেছে।