English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:২০

ড. কামালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
ড. কামালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মামলা লড়ার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন বলে যে সংবাদ প্রচার হয়েছে তা সত্য নয় বলে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব বলেন, ড. কামাল হোসেনের সঙ্গে খালেদা জিয়ার মামলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তিনি মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা খালেদা জিয়ার মামলার বিষয়ে আইনি পরামর্শের জন্য ড. কামাল হোসেনের কাছে গেছি। সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা রায়ের একটা কপিও তাকে দিয়েছি। তিনি বলেছেন রায়ের কপি তিনি পড়বেন, পরে আমাদের পরামর্শ দেবেন।

তিনি বলেন, সাংবাদিকররা এ বিষয়ে আমার বা কামাল হোসেনের সঙ্গে কথা বলার প্রয়োজনই মনে করেনি। এর মাধ্যমে শুধু বিএনপি নয় ড. কামাল হোসেনের মতো আইনজীবীকেও ছোট করা হয়েছে।

বিএনপির মহাসচিব সরকারের প্রতি অভিযোগ করে বলেন, যেভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে এর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ করা যাবে না। বিএনপিকেও ভাঙা যাবে না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। কোনো সংঘাতে বিএনপি নেতাকর্মীরা জড়িত নয় অথচ তারপরও দলের নেতাকর্মীদের কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে।