English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৫৪

খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার নাশকতার মামলা চলবে

অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার নাশকতার মামলা চলবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা হামলায় আট যাত্রী নিহতের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এখন ওই মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালত সূত্রে জানা গেছে ২০১৭ সালের ২ মার্চ মামলাটি দায়ের হয়।

৩ অক্টোবর বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ অক্টোবর ওই মামলায় স্থগিতাদেশ দেন হাইকোর্ট।