English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০৮:৩৯

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ

অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চাওয়া হয়েছে হাইকোর্টে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওই জামিন আবেদনের ওপর হাইকোর্টে শুনানি হবে রবিবার (২৫ ফেব্রুয়ারি)। বিচারপতি এম ইনায়েতুর রহীম এবং বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হবে।

এর আগে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্ট আজ শুনানির দিন ধার্য করে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন নিম্ন আদালত। মামলার অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এর পাশাপাশি প্রত্যেক আসামিকে অর্থদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে গত মঙ্গলবার আপিল করেন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন; একই সঙ্গে নিম্ন আদালতের অর্থদণ্ডের আদেশও স্থগিত করে দেন।

এদিকে, দুদকের মামলা শুনানির জন্য হাইকোর্টের সংশ্নিষ্ট বেঞ্চে প্রতি বুধ ও বৃহস্পতিবার দিন ধার্য থাকলেও গত বৃহস্পতিবার এ আদালতের বিচারক রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুনানির দিন ধার্য করেন।