English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:৪৯

বিএনপি থেকে কে কে যাচ্ছেন জাপায়?

অনলাইন ডেস্ক
বিএনপি থেকে কে কে যাচ্ছেন জাপায়?

এরশাদ রাজনীতিতে এক বড় অনিশ্চয়তার নাম। কিন্তু আওয়ামী লীগ বিএনপি দ্বৈরথে এরশাদের জাতীয় পার্টি হলো তুরুপের তাস। জাতীয় পার্টি যে দলের দিকে ঝুঁকে, সেই দলই ক্ষমতার কাছাকাছি চলে যায়। আর এই সুযোগেই রাজনীতিতে এরশাদ এখনো ‘অমূল্য রতন’। প্রধান দুই রাজনৈতিক দলই এরশাদের জাতীয় পার্টিকে কাছে পেতে চায়। আর এই সুযোগে ৯০ এর স্বৈরাচার জাতিকে গণতন্ত্র শেখান। রাজনীতির নানা নসিহত দেন। এরশাদ মাঝে মধ্যেই বেমাক্কা কথাবার্তা বলেন। তবে তাঁর কথা যে ফেলে দেওয়ার মতো নয়, রাজনৈতিক বোদ্ধারা তা ভালো করেই জানেন। এরশাদ ইদানিং রাজনৈতিক জ্যোতিষী হিসেবেও অবিভূত হয়েছেন।

তার অনেক ভবিষ্যতবাণী সত্য হওয়ায় এখন তিনি প্রায় ‘রাজনৈতিক পীরের’ মর্যাদা পেয়েছেন। যেমন, এরশাদ বলেছিলেন, রংপুরে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হবে। এরশাদের ভবিষ্যতবাণী ছিল, খালেদা জিয়ার জেল হবে, ইত্যাদি ইত্যাদি। মঙ্গলবার রংপুরে এরশাদ আরেকটি বোমা ফাটিয়েছেন। জ্যোতিষী এরশাদ ভবিষ্যতবাণী করেছেন যে, শিগগিরই নাকি বেশ ক’জন বিএনপি নেতা জাতীয় পার্টিতে যোগ দেবেন। আগের দিন হলে, এ নিয়ে হাস্যরস হতো, দুএকটা কৌতুকেরও জন্ম হতো। কিন্তু এখন এরশাদের বক্তব্য কেউ হালকা ভাবে নেয় না। এরশাদ বোমার পর রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন, কেন বললেন একথা? কারা যাচ্ছে জাপায়? 

এরশাদ যা বলেন, তা বুঝে শুনেই বলেন। তাই চমক সৃষ্টি করার জন্য এরশাদ এমনটা বলেছেন এটা ভাবার কোনো কারণ নেই। বরং এরশাদ এটা বলে বিএনপির নেতাদের প্রস্তান পথ প্রশস্ত করেছেন। 

দ্বিতীয় প্রশ্ন হলো, কারা যাচ্ছে জাতীয় পার্টিতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি দূর যাবার প্রয়োজন নেই। বিএনপি নির্বাচন করবে করবে ভাবের মধ্যেই, প্রতিটি নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী দাঁড়িয়ে গেছে। বেগম জিয়ার গ্রেপ্তার আর বিএনপির নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় অনেক প্রার্থী হতাশ। বিশেষ করে রাজনীতি এবং এমপি হওয়াকে যারা ব্যবসা মনে করেন তাদের জন্য নির্বাচন বর্জন এবং অত্মহত্যা একই ব্যাপার। এদের অনেকেই যে জাতীয় পার্টির সঙ্গে সকাল সন্ধ্যা যোগাযোগ করছেন, সেটা গোপন কোনো বিষয় নয়। এরশাদও এবার তিনশ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই, বিএনপি পয়েন্ট অব নো রিটার্নে গেলে, এই প্রার্থীরা যে দলে দলে জাপায় যোগ দেবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

শুধু সম্ভাব্য এমপি প্রার্থী না। এখনকার বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতাই এরশাদের সান্নিধ্যেই নেতা হয়েছেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন, মুনিরুল হক চৌধুরীসহ দীর্ঘ তালিকা। আন্দোলনের হতাশা থেকে মুক্তির জন্য এরা ক’জন এরশাদ টনিক নেবেন তা সময়ই বলে দেবে।