English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:২৮

শামসুজ্জামান দুদু আটক

অনলাইন ডেস্ক
শামসুজ্জামান দুদু আটক

মানববন্ধন থেকে ফেরার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুন বাগিচা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে বলে জানিয়েছেন বংশাল থানা বিএনপির সভাপতি আবদুর রাজিব। তবে কোনো মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই নিশ্চিত করেনি পুলিশ।

এর আগে বিএনপি চেয়পরপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে সামনে বেলা সাড়ে ১০টা থেকেই মানববন্ধন শুরু করে বিএনপি।

এসময় নেতাকর্মীরা বন্দী আছে আমার মা, ঘরে ফিরে যাবো না, হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে না ইত্যাদি বলে স্লোগানে দিতে দেখা যায়।

মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নাল আবদীন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ,শহীদুল ইসলাম বাবুল,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারন সম্পাদক কাজী আবুল বাশার,যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান,ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

২০ দলীয় জোটের শীষ নেতারাও মানববন্ধনে অংশ নিয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়াসহ জোটের নেতারা এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ উপস্থিত রয়েছেন।

এদিকে, মানববন্ধনকে ঘিরে প্রেসক্লাবের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির এই কর্মসূচিতে এখন পর্যন্ত কোন বাধা দেয়নি।

খালেদা জিয়ার সাজার রায়ের পর শুক্র ও শনিবার বিক্ষোভ ও প্রতিবাদের দুই দিনের কর্মসূচি পালন করে বিএনপি। এরপর আজ থেকে আরো তিন দিনের কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি। এর অংশ হিসেবে মঙ্গলবার অবস্থান, বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনশন।

এর আগে শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ‍রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবস্থান কর্মসূচি হবে এক ঘণ্টা। ঢাকার এই কর্মসূচির সময় ও স্থান পরে জানানো হবে। জেলাগুলো সুবিধামতো সময়ে কর্মসূচি পালন করবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং তারেক রহমানসহ বাকী আসামীদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।