English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৭ ০০:০২

মেয়র খোকনের চোখে জল!

অনলাইন ডেস্ক
মেয়র খোকনের চোখে জল!

ঢাকা মহানগরীর ২ অংশের মেয়র নির্বাচিত হয়েছেন, শপথও গ্রহণ করেন একই দিন। একজন হারিয়ে গেছেন চিরতরে। আর তার জন্য বেদনায় আর্ত অপরজন; হ্যাঁ, ঢাকার উত্তর অংশের মেয়র আনিসুল হকের মৃত্যুতে নগরবাসীর মতো দক্ষিণ অংশের মেয়র সাঈদ খোকনের চোখেও জল এসেছে। আনিসুলের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি ভেঙে পড়েছেন কান্নায়। আজ শুক্রবার বিকালে বনানীতে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন মেয়র খোকন। তিনি বলেন, আনিসুল হকের শূন্যতা খুব সহজে পূরণ হবে না। এই সময় তিনি আনিসুলের সঙ্গে তার সম্পর্ক, নগরের উন্নয়নে দুইজনের মধ্যে কী কথাবার্তা হতো, কী পরিকল্পনা হতো, এসব তুলে ধরেন। আবেগ সামলে খোকন বলেন, আনিসুল হক চেষ্টা করেছেন তার সর্বোচ্চটা দিয়ে। তারপরও তার কোনো ভুল হলে নগরবাসী যেন তাকে ক্ষমতা করে দেন। খোকন বলেন, মানুষ সমাজে বাস করলে ভুলভ্রান্তি করেই থাকে। তাঁর যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা (নগরবাসী) তা ক্ষমা করে দিবেন। আমি তার (আনিসুল) ছোট ভাই হিসেবে তার জন্য ক্ষমা চাইছি। ঢাকাবাসীকে একটি সুন্দর নগরজীবন উপহার দিতে ২ মেয়রের চেষ্টার কথা তুলে ধরেন খোকন। বলেন, আনিসুল হকের সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রতিদিন আমরা সকালে কুশল বিনিময় করতাম। শহরের নানা সমস্যা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে খোলামেলা কথা বলতাম। মানুষের সেবার মনোভাব ছিল তার মধ্যে। তার বিভিন্ন কর্মকাণ্ডে আমি অনুপ্রাণিত হই। আবার আমার বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি অনুপ্রাণিত হতেন। দুজনে মিলেই দুই-আড়াই বছর সময়ে আমরা যে সমস্যা সমাধান করেছি, পরিবর্তনের  ইতিবাচক ধারার সূচনা করতে সক্ষম হয়েছি। হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটবে এটা আমার কল্পনারও বাইরে ছিল। আমরা অত্যন্ত ব্যথিত। আমরা অত্যন্ত শোকাহত। আনিসুল হকের মৃত্যুটা অপ্রত্যাশিত ছিল মন্তব্য করে খোকন বলেন, হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে যাবেন এটা কল্পনাও করতে পারিনি। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমাদের ছেড়ে চলে যাবেন- এটা আমরা কখনও কল্পনা করিনি, ভাবতেও পারি না। আনিসুল হক একজন বলিষ্ঠ ও সাহসী মানুষ ছিলেন মন্তব্য করে তিনি বলেন, শহরে বা সমাজে আনিসুল হকের মতো মানুষ প্রতিদিন জন্মাবে না। তারপরেও আমরা আশা করি যারা দায়িত্বে থাকবেন তারা এ শূন্যতা পূরণ করার চেষ্টা করবেন। আমাদের পক্ষ থেকে তাদের জন্য সাহায্য সহযোগিতা থাকবে।