English Version
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৭ ১৫:৪৬

দুর্নীতির দুই মামলায় খালেদার বিরুদ্ধে পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক
দুর্নীতির দুই মামলায় খালেদার বিরুদ্ধে পরোয়ানা জারি

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার পর্যন্ত জামিনে ছিলেন খালেদা জিয়া।

ওইদিন বামদের অর্ধদিবস হরতাল থাকায় আদালতে হাজিরা দিতে পেরে সময়ের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

আদালত আবেদন না মঞ্জুর করে ঢাকার পঞ্চম বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর এ মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন আদালত।