English Version
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭ ২৩:৪৯

বিএনপি নেতার বাসা থেকে বোমা উদ্ধার

অনলাইন ডেস্ক
বিএনপি নেতার বাসা থেকে বোমা উদ্ধার

মেহেরপুর -২ আসনের (গাংনী) সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আমজাদ হোসেনের বাড়ির মূল ফটক থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে গাংনী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) স্বপন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে বোমাটি উদ্ধার করেন।

এ বিষয়ে এসআই স্বপন কুমার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সাবেক এমপির বাসভবনের গেট থেকে লাল টেপ দিয়ে মড়ানো একটি বোমাটি উদ্ধার করা হয়েছে। বোমাটি পানি ভর্তি বালতিতে নিয়ে থানা চত্বরে নিয়ে যাওয়া হয়েছে। সেটিকে প্রাথমিক অবস্থায় নিস্ক্রিয় করা হয়েছে।

এ প্রসঙ্গে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেন বলেন, সোমবার সকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি ছিল। এ কর্মসূচি বাধাগ্রস্ত করতেই তার বাড়ির মূল গেটে বোমা রাখা হতে পারে।