English Version
আপডেট : ১ নভেম্বর, ২০১৭ ১৮:৩৬

বৃহস্পতিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা করেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের জেলা সদরে এবং শনিবার ঢাকা মহানগরে সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এর আগে গত শনিবার কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন বিএনপি প্রধান। যাত্রাপথে খালেদার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া গতকাল ফের তিনি ঢাকায় এসেছেন। আসার সময়ও তাদের গাড়িবহরকে কেন্দ্র করে বোমা হামলা করা হয়েছিল বলে অভিযোগ করেছে দলটি।