English Version
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৭ ১৬:৪২

ঢাকার পথে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
ঢাকার পথে খালেদা জিয়া

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বন্দর নগরী চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

এরআগে সোমবার (৩০ অক্টোবর) কক্সবাজারের উখিয়াতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও একটি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করে প্রায় ২৪ ঘন্টা কক্সবাজারে অবস্থানের পর রাত সাড়ে ৭টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান বেগম খালেদা জিয়া।

সেখানে রাত্রিযাপন শেষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।