English Version
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৭ ১০:০০

সোমবার রোহিঙ্গা শিবিরে যাবেন খালেদা

অনলাইন ডেস্ক
সোমবার রোহিঙ্গা শিবিরে যাবেন খালেদা

মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রোববার (২৯ অক্টোবর) কক্সবাজার গিয়ে পৌঁছেছেন। সোমবার (৩০ অক্টোবর) রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করবেন তিনি।

এর আগে গত ২৮ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা কক্সবাজার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পথে বিভিন্ন স্থানে গাড়িবহর থামিয়ে খালেদা জিয়া তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথাবার্তা বলেন।

খালেদা জিয়াকে দেখার জন্য পথে বিভিন্ন স্থানে ব্যাপক জনসমাগম হয়। এর মধ্যে ফেনিতে ঢোকার মুখে খালেদা জিয়ার গাড়িবহরের ওপর একদল লোক হামলা চালায়। গাড়িতে ভাঙচুর করা হয়, বহরের শেষ দিকে থাকা সাংবাদিকদের মধ্যে ক'জন এসময় আহত হন।

জানা যায়, চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীরা উজ্জ্বীবিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খালেদা জিয়ার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

এর আগে ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লী পরিদর্শনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।