English Version
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৭ ০৯:৪৯

'লং বিচে' রাত্রিযাপন করছেন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা

অনলাইন ডেস্ক
'লং বিচে' রাত্রিযাপন করছেন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা

নেতাকর্মীদের ভীড় ঠেলে বন্দর নগরী চট্টগ্রাম থেকে রওনা হয়ে পর্যটন নগরী কক্সবাজার সার্কিট হাউজে রাত্রিযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর আগে, রবিবার রাত ৮ টায় কক্সবাজার পৌঁছানোর পর সার্কিট হাউজে বিশ্রাম নেন বেগম খালেদা জিয়া।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আসা দলের শীর্ষ নেতাদের মধ্যে 'লং বিচ' হোটেলে রাত্রিযাপন করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।