English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৫২

যারা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না

অনলাইন ডেস্ক
যারা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পুরোদমে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। এমনকি ২০০ আসনের প্রার্থীও চূড়ান্ত করেছেন বলে দলীয় ফোরামে জানিয়েছেন আ.লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আগামী নির্বাচনে মাঠ চষে বেড়ানো এবং অবৈধ টাকার মালিক যারা নির্বাচনী মাঠে নোংরা রাজনীতি শুরু করেছেন তাদের মনোনয়ন দেয়া হবে না বলে পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছে আওয়ামী লীগের নির্ভরযোগ্য কয়েকটি সূত্র।

সূত্র জানিয়েছে, আগামী ‍নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন শুধু তারাই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। এছাড়া তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে মাঠ জরিপে এগিয়ে থাকারা বিবেচিত হচ্ছেন। যদিও তাদের ওপর বিশেষ নজরদারি চলছে।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে পূর্বপশ্চিমবিডি.নিউজকে বলেন, আওয়ামী লীগের মনোনয়ন যে কেউ চাইতে পারেন। তবে তা নিশ্চিত করবেন একমাত্র দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে তিনি মনোনয়ন বোর্ডের সদস্যদের মতামত নিতে পারেন। এবার কারা কারা মনোনয়ন পাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে তিনি পূর্বপশ্চিমকে বলেন, রাজনীতির মাঠে কয়েক মাস ধরে হঠাৎ করে বেশ কিছু আমলা যারা এখনো সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করছেন তাদের মনোনয়ন দেয়া হবে না। এছাড়া এসব আমলাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতিরও অভিযোগও রয়েছে। তারা অবৈধভাবে আয় করা টাকা নিয়ে নির্বাচনী মাঠে নেমে রাজনীতিকে কুলষিত করছেন। আওয়ামী লীগের হাই কমান্ড বরাবরই চায়, যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত তারাই মনোনয়ন প্রাপ্তির দৌঁড়ে এগিয়ে থাকবেন।