English Version
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩৫

আওয়ামী লীগ এখন ত্রাণও লুট করছে : ফখরুল

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ এখন ত্রাণও লুট করছে : ফখরুল

শনিবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আজকে রুখে দাঁড়াতে হবে। রুখে তো দাঁড়িয়েছেই বাংলাদেশের মানুষ। নিরপেক্ষ নির্বাচন আমাদের আদায় করে নিতে হবে। কেউ আমাদের দেবে না। তিনি আরো বলেন, এখন পর্যন্ত জাতিসংঘে গণহত্যা বলতে পারলেন না, রোহিঙ্গা গণহত্যার নিন্দা করেননি। আপনি (প্রধানমন্ত্রী) ভয় পান। পিছে যারা মিয়ানমারকে সমর্থন দিচ্ছে, তারা আপনাদের প্রতি বিরাগভাজন হবে। উল্টো বিএনপিকে সন্ত্রাসী আখ্যা দিলেন। কত ভয় পান বিএনপিকে, আমাদের ত্রাণ আটকে দিলেন। এটা তো হীনমন্যতা, ক্ষুদ্রতা। এসব বাদ দেন, ভয় পাওয়া বাদ দেন। আমিত্ব পরিহার করুন। রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের কথা স্পষ্ট। রোহিঙ্গা গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারের সমালোচনা করে মহাসচিব আরো বলেন, আজকে চালের দাম কত? তাদের লোকেরা সব ক্ষেত্রে চুরি করছে, আজকে উন্নয়নের কথা বলছে। পদ্মা সেতুর পাইলিং এত বেশি ডিজাইন করেছে যে এখানেও দুর্নীতি করেছে। আজকে অনিশ্চিত হয়ে পড়েছে পদ্মা সেতু।