English Version
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ২২:৫৫

আবারো ত্রাণ দিতে যাচ্ছেন এরশাদ

অনলাইন ডেস্ক
আবারো ত্রাণ দিতে যাচ্ছেন এরশাদ

প্রথম দফায় একবার টেকনাফের উখিয়ায় ত্রাণ বিতরণ করে আসার পর আবারও ওই এলাকার শরণার্থী শিবিরের অসহায় মানুষের মধ্যে ত্রাণ নিয়ে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার প্রথমে তিনি বিমানে কক্সবাজার যাবেন। এরপর সেখান থেকে সরাসরি যাবেন উখিয়ার কুতুপালংয়ে।

জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলটির শীর্ষ নেতারা এ দফায়ও তার সঙ্গে থাকবেন। এ প্রসঙ্গে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, অসহায় রোহিঙ্গাদের পাশে সবার দাঁড়ানো উচিত। দলমত নির্বিশেষে যার যা সাধ্য ও সামর্থ্য আছে- তা নিয়েই তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

গত ১৪ সেপ্টেম্বর উখিয়ায় ত্রাণ বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার ত্রাণ বিতরণ করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। এবার ত্রাণ বিতরণের পাশাপাশি দলটির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির উদ্যোগে শরণার্থীদের মধ্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।