English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৭:১৪

২৩-২৪ জুলাই রুয়েট ও রাবি ছাত্রলীগের কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক
২৩-২৪ জুলাই রুয়েট ও রাবি ছাত্রলীগের কাউন্সিল

আগামী ২৩ জুলাই রাজশাহী প্রকৌশল ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় এবং ২৪ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। আজ সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন মুঠোফোনে সিল্কসিটি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু হোসাইন বিপু এই প্রতিবেদককে  বলেন, বেশ কিছুদিন আগেই ২৩ এবং ২৪ জুলাই যথাক্রমে রুয়েট ও রাবি শাখার কাউন্সিল হবার খসড়া তারিখ নির্ধারিত হয়েছিল। তবে কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা না করায় বিষয়টি প্রকাশ করা যায়নি। এখন জাকির ভাই যেহেতু বলেছেন, তাই নির্ধারিত তারিখে এই দুই শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২০ জুলাই মিজানুর রহমান রানাকে সভাপতি ও এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় তুহিনকে পদ থেকে অব্যহতি দেয়া হয়। এদিনই খালিদ হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। চলতি বছরের ১৬ জানুয়ারি ছাত্রলীগ সভাপতি রানাকে দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে বহিষ্কার করা হয়। এ সময় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়  সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে। এরপর থেকে দুইজন ভারপ্রাপ্ত দিয়ে চলে আসছে রাবি ছাত্রলীগ।