English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৫ ১৯:০৬

`কথামালার চাতুরী ছাড়া বিএনপির আর কোনো পুঁজি নেই'-ওবায়দুল কাদের

টিডিপি ডেস্ক
`কথামালার চাতুরী ছাড়া বিএনপির আর কোনো পুঁজি নেই'-ওবায়দুল কাদের

‘বিএনপি আজকে তোঁতা পাখির মত বলে যাচ্ছে নির্বাচন নিকৃষ্টতম হবে, নির্বাচন সুষ্ঠু হবে না। শতকরা ৮০টি আসনে তারা বিজয়ী হবে। কিন্তু তারা জানে না বাংলাদেশের জনগণের মুখের ভাষা, চোখের ভাষা। তাদের নেতারা ঘরের মধ্যে ঢুকে গেছে। নেতিবাচক রাজনীতির জন্য তারা আসন্ন পৌরসভা নির্বাচনে শতকরা ৮০ ভাগ আসনে পরাজিত হবে। তাই এখন কথামালার চাতুরী ছাড়া বিএনপির আর কোনো পুঁজি নেই।’

শনিবার দুপুরে নরসিংদীর পাঁচদোনায় ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ রাজনৈতিক বিলবোর্ড ও স্থাপনা পরিদর্শনের সময় এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে- নির্বাচনে নিকট অতীতে কোথাও বিএনপির সফলতা নেই। আর এইসব ব্যর্থতাকে ঢাকতেই বিএনপি এখন ভাষণ সর্বস্ব এবং নালিশ নির্ভর রাজনীতির দিকে ঝুঁকে পড়েছে।’

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম