English Version
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪ ১৭:৪৯

নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা আমরা বের করার চেষ্টা করেছি: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা আমরা বের করার চেষ্টা করেছি: ইসি সচিব

ইসি সচিব মো. শফিউল আজিম বলেছেন, ‘নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা আমরা বের করার চেষ্টা করেছি। সুষ্ঠু নির্বাচনে বাধা নিয়ে আমরা সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা করেছি।

বুধবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শফিউল আজিম বলেন, ‘নির্বাচন সংস্কার কমিশনকে একগুচ্ছ সুপারিশ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য সংস্কার কমিশনের কাজ যাতে ফলপ্রসূ হয়। আমাদের পক্ষ থেকে সুপারিশ দিয়েছি কমিশনকে।’  

ইসি সচিব বলেন, ‘আইন প্রয়োগে নির্বাচনি কর্মকর্তারা যাতে কোনো পক্ষ থেকে বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে আলোচনা করেছি। নির্বাচনি অপরাধের বিচার যাতে করা হয় এবং সেই ক্ষমতা যাতে ইসির হাতে থাকে, সে বিষয়ে সুপারিশ করি। মিডিয়া যাতে নিরপেক্ষ আচরণ করে, সে বিষয়েও সংস্কার কমিশনকে সুপারিশ করা হয়েছে।’

এদিকে, নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচনি কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা নিয়ে। ভবিষ্যতে আরও সুপারিশ দেবেন তারা।’