English Version
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪ ১৯:৪৬

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা সরকারের

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দ্বীপটিতে পর্যটন কয়েক মাসের জন্য সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘নভেম্বরে সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে তারা সেখানে রাতে অবস্থান করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং তারা রাত্রিযাপন করতে পারবেন। তবে দিনে পর্যটকের সংখ্যা দুই হাজারের বেশি হতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘দ্বীপ পরিষ্কার ও পরিবেশ রক্ষার জন্য ফেব্রুয়ারি মাসে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।’

এ সময় প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।