English Version
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪ ১০:৪৬

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দেন। শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, কিছু নিয়মনীতি রয়েছে যেগুলোর কারণে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কঠিন হয়ে পড়ে। তবে, ভবিষ্যতে এসব নিয়মনীতি মানা হবে না। তিনি হুঁশিয়ারি দেন, যদি কর্মকর্তারা সহযোগিতা না করেন, তবে সরকার প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোকদের নিয়োগ দিবে।

আসিফ মাহমুদ প্রশাসনে স্থবিরতার কারণে ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়ে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে। তিনি আরও বলেন, দেশে একটি বিপ্লব হয়েছে, যার পর প্রচলিত সিস্টেমের ভিত্তিতে সবকিছু চলতে পারে না। বর্তমানে সিস্টেম বজায় রাখা হলেও, প্রয়োজন হলে তা ভেঙে নতুন ব্যবস্থা নেয়া হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ার জন্য তিনি কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেন। চট্টগ্রামে ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ না নেয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, কর্মকর্তাদের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কাজের ঘাটতি রয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সদিচ্ছার অভাবের প্রমাণ হিসেবে টাস্কফোর্সের কার্যক্রমের ঘাটতি তুলে ধরে তিনি জানান, সম্প্রতি তিন দিনের মধ্যে মাত্র একদিন চট্টগ্রামে অভিযান চালানো হয়েছে, যা কর্মকর্তাদের দায়িত্বহীনতার ইঙ্গিত দেয়।

তিনি বলেন, প্রতিটি সরকারি বিভাগকে কার্যকর হতে হবে এবং মিটিংয়ে অনুপস্থিত প্রতিনিধিদের বিষয়ে জবাবদিহি করতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।