English Version
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৪ ১৪:৩৯

মতিয়া চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
মতিয়া চৌধুরী মারা গেছেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এভার কেয়ার হাসপাতালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ খবরটি নিশ্চিত করেছেন। 

ডা. আরিফ মাহমুদ বলেন, ‘বুধবার বেলা ১১টার দিকে ‌কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয় মতিয়া চৌধুরী। অ্যাটাক খুব ভয়াবহ ছিল। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।’