English Version
আপডেট : ৫ আগস্ট, ২০২৪ ১৯:০০

৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর

অনলাইন ডেস্ক
৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর

ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

এর আগে সোমবার বিকেল ৫টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।