English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২৪ ২০:৪৪

কলকাতার ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক
কলকাতার ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ

রতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ঢাকায় জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। সোমবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

জানা যায়, তীব্র শীত সাথে ঘন কুয়াশা। আবহাওয়ার এই বিপর্যয়ের কারনে কাতার এয়ারওয়েজের বিমানটি কলকাতা অবতরন করতে পারেনি। 

আবহাওয়ার উন্নতি হলে ঘণ্টা তিনেক পর ওই ফ্লাইট আবার কলকাতায় ফিরে যায়। 

কামরুল ইসলাম বলেন, কলকাতায় ঘন কুয়াশার জন্য কাতার এয়ারলাইন্সের উড়োজাহাজটি রাত ৩টা ১৪ মিনিটে ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে। কলকাতার আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৬টা ৩২ মিনিটে ফ্লাইটটি আবার কলকাতায় ফেরত যায়।