English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৩ ১৮:০৬

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ মরদেহ উদ্ধার

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টা ৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট উদ্ধারকাজ চালিয়েছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—নাদিরা আক্তার পপি (৩২) ও তার ছেলে ইয়াছিন (৩)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। চারজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন সংবাদ মাধ্যমকে জানান, নেত্রকোনা থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। ট্রেনটি খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। তাঁরা চিৎকার করতে শুরু করেন। তারপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।

আগুন নেভানোর পর লাশগুলো উদ্ধার করে ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে।