English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৩ ১৮:০১

আজ থেকে সারাদেশে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক
আজ থেকে সারাদেশে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৯ লাখ ৯ হাজার ৫শ’ ২৯জন ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (১৯ শে ডিসেম্বর)  থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম সারাদেশে শুরু হয়েছে।

১৭ দিনের মধ্যে সকল কর্মর্তাদের প্রশিক্ষণ শেষ করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোটগ্রহণকারী কর্মমর্তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার ৪৬ হাজার ৩শ’ ৬৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৮৭ হাজার ৭শ’ ২২ জন এবং পোলিং অফিসার ৫ লাখ ৭৫ হাজার ৪শ’ ৪৩ জন।

দক্ষতার সাথে যেন কর্মকর্তারা নির্বাচন পরিচালনা করতে পারে সেজন্য ব্যাপক পরিসরে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ সংক্রান্ত চিঠি নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে সোমবারই পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সব ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।

১৯ ডিসেম্বর থেকে মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হবে।

প্রশিক্ষণ শুরুর বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান জানান, প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। অঞ্চলভেদে একেকদিন একেক এলাকায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ধাপে ধাপে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রিজাইডিং অফিসার চার লাখ ছয় হাজার ৩৬৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার দুই লাখ ৮৭ হাজার ৭২২ জন এবং পোলিং অফিসার পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জনসহ মোট ৯ লাখ ৯ হাজার ৫২৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

৪২ হাজার ১৪৯টি ভোটকেন্দ্র ধরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, এতে ভোটকক্ষ ধরা হয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৬৫টি।