English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৭:৪৯

এক বছরে দেশে নতুন কোটিপতি বেড়েছে ৭০৬৬ জন

অনলাইন ডেস্ক
এক বছরে দেশে নতুন কোটিপতি বেড়েছে ৭০৬৬ জন

ব্যাংক হিসাবে কোটি টাকার বেশি রয়েছে, গত এক বছরে এমন কোটিপতির সংখ্যা বেড়েছে ৭ হাজার ৬৬ জন। বর্তমানে ব্যাংক হিসাবে কোটি টাকা রয়েছে, এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫৮৬টি। ২০২২ সালের সেপ্টেম্বর শেষে কোটি টাকার এ হিসাব ছিল ১ লাখ ৬ হাজার ৫২০টি।

সোমবার (১১ ডিসেম্বর) ২০২৩ সালের সেপ্টেম্বর প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে উঠে আসে কোটি টাকার হিসাবের এ সংখ্যা।

তথ্য অনুযায়ী, চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৬৮৪। এসব হিসাবে জমা আছে ১৭ লাখ ১৩ হাজার ১৩৪ কোটি টাকা। এর মধ্যে কোটি টাকার হিসাবে জমা আছে ৭ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা।

ব্যাংক খাতের মোট আমানতের ৪২ দশমিক ৩৫ শতাংশ কোটি টাকার হিসাবধারীদের।