English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩৫

ইজ্জতের মালিক আল্লাহ প্রার্থীতা ফিরে পেয়ে বললেন মাহি

অনলাইন ডেস্ক
ইজ্জতের মালিক আল্লাহ প্রার্থীতা ফিরে পেয়ে বললেন মাহি

মুন্সিগঞ্জ-১ আসনের বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী আপিল প্রার্থিতা ফিরে পেয়ে  বললেন, ইজ্জতের মালিক আল্লাহ। আমরা নির্বাচনে ছিলাম, নির্বাচন আছি। আমরা শান্তির পক্ষে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিতে শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান।  ঋণ খেলাপের দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তার।

প্রার্থিতা ফিরে পাওয়ার মাহি বি চৌধুরী সাংবাদিকদের বলেন, ইজ্জতের মালিক আল্লাহ। আমরা নির্বাচনে ছিলাম, নির্বাচন আছি। আমরা শান্তির পক্ষে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ সুন্দর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আশাকরছি, নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হবে।

মাহি বি বলেন, বিক্রমপুরের মানুষ শান্তির প্রতীক কুলা মার্কায় একত্রিত হবে। আমরা বলছি রাজনৈতিক চিটা, ময়লা, ধুলা, উড়িয়ে দেবে কুলা। শান্তির রাজনীতির পক্ষে বিক্রমপুরের মানুষ আবারও বিজয় সুনিশ্চিত করবে ইনশাল্লাহ।