English Version
আপডেট : ৪ মে, ২০২৩ ০৩:৩৬

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়

অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এক পর্যায়ে তা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। বুধবার (৩ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লঘুচাপ সৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। পরবর্তীতে সেটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্রের কোনো স্থানে বাতাসের চাপ কমে গেলে সেখানে লঘুচাপ তৈরি হয়।

এই প্রবণতা আরও বেড়ে গেলে একসময় নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ এখন পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানানো হয় এতে।