English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৩ ০১:৫৫

নতুন রাষ্ট্রপতিকে গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন

অনলাইন ডেস্ক
নতুন রাষ্ট্রপতিকে গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার গণস্বাস্থ্য কেন্দ্র পরিবারের পক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্ট সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা এক অভিনন্দন বার্তায় বলেন, মহামান্য রাষ্ট্রপতির বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যাবে এই কামনা করি। আমরা আশা করি তার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতির স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনের সার্বিক সফলতা এবং একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতিকে তার যে কোনো সুবিধাজনক সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের সবিনয় আমন্ত্রণ জানানো হয়।