English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৩ ২৩:২১

মঙ্গলবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
মঙ্গলবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে আগামী মঙ্গলবার (২৫শে এপ্রিল) দেশ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ দিনের এই সফরে প্রথমে তিনি জাপানে যাবেন। সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ করবেন জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে। এই সফরে জাপানের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। জাপানের পর যুক্তরাষ্ট্র হয়ে যুক্তরাজ্য সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চার দিনের জাপান সফরের প্রথম দিন ২৬শে এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দপ্তরে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রতিরক্ষা সহযোগিতাসহ অন্তত আট থেকে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, মেট্রোরেল ও জাহাজ ভাঙ্গা শিল্পের আধুনিকায়নসহ কয়েকটি খাতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর জাপানের সাথে বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করবে।

সফরে প্রধানমন্ত্রী, সেদেশের ব্যবসায়ীদের সম্মেলনেও অংশ নিবেন এবং মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য জাপানের চারজন বিশিষ্ট নাগরিককে সম্মাননা  দেবেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী ২৮শে এপ্রিল ওয়াশিংটন যাবেন। সেখানে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তৃতা রাখবেন। পাশাপাশি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত সভায় ও যোগ দেবেন।

এরপর চৌঠা মে পাঁচ দিনের সফরে ব্রিটেনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ই মে যোগ দেবেন যুক্তরাজ্যের নতুন রাজা চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায়ও অংশ নেবেন। সফর শেষে ৯ই মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।