English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:৫০

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরীর জীবনাবসান

অনলাইন ডেস্ক
র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরীর জীবনাবসান

প্রখ্যাত ব্যবসায়ী র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মারা গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। রউফ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আজ বাদ আছর তার নামাজে জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ বিক্রমপুরের পৈতৃক বাড়িতে নেয়া হবে। বাদ এশা দাফন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

শিল্পপতি রউফ চৌধুরী র‌্যাংগস গ্রুপ ছাড়াও সি রিসোর্সেস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি বেসরকারি ব্যাংক এশিয়ার চেয়ারম্যান। দেশের পরিবহন, ওষুধ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন খাতে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গড়ে তোলেন এই শিল্পপতি।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) স্লোয়ান স্কুল অফ বিজনস থেকে স্নাতক সম্পন্ন করা রউফ চৌধুরী তার ক্যারিয়ার শুরু করেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। বাংলাদেশে দু’টি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কয়েকবছর রেসিডেন্ট ম্যানেজার ছিলেন তিনি।

বেসরকারি ব্যাংক এশিয়া লিমিটেডের অন্যতম স্পন্সর শেয়ারহোল্ডার ছিলেন আব্দুর রউফ চৌধুরী। এর বাইরেও কর্মজীবনে অনেক দায়িত্ব পালন করেছেন এই উদ্যোক্তা। যমুনা অয়েল কোম্পানিতে জ্যেষ্ঠ পদে ১৫ বছর ধরে কাজ করেছেন রউফ চৌধুরী। তার নেতৃত্বে র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের অধীনে ৩৫টি কোম্পানি গড়ে ওঠে।

মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তারা হলেন- রোমানা রউফ চৌধুরী, রোমো রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরী।