English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:২৭

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কাটছাঁটে বিপর্যয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কাটছাঁটে বিপর্যয়ের শঙ্কা

আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কাটছাঁটের ফলে বিপর্যয়কর পরিণতি হবে বলে মনে করে যুক্তরাজ্যভিত্তিক রোহিঙ্গাদের সংগঠন ব্রুক। আজ শনিবার এক বিবৃতিতে ব্রুক রোহিঙ্গাদের দিক থেকে মুখ না ফিরিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) জানায়, তাদের তহবিলে সাড়ে ১২ কোটি মার্কিন ডলার ঘাটতি রয়েছে। এ কারণে আগামী মাস থেকে প্রত্যেক রোহিঙ্গার জন্য দেওয়া খাদ্য সহায়তা ভাউচারের পরিমাণ ১২ মার্কিন ডলার থেকে কমিয়ে ১০ মার্কিন ডলারে নিয়ে আসতে হয়েছে।

ব্রুক প্রেসিডেন্ট তুন খিন বলেন, ‘এই কাটছাঁটের ফলে প্রায় ১০ লাখ রোহিঙ্গার জীবন ঝুঁকিতে পড়বে। এই শরণার্থী জেনোসাইড থেকে প্রাণে বেঁচে এসেছে। আর তারা এখন প্রায় পুরোপুরি ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল।’

তিনি বলেন, ‘খাদ্য সহায়তা কাটছাঁটের বিধ্বংসী পরিণতি কেবল সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী নয়, সবার জন্যই প্রযোজ্য হবে।’

তুন খিন বলেন, ‘আন্তর্জাতিক দাতারা যেন রোহিঙ্গাদের দিক থেকে মুখ ফিরিয়ে না নেয়। রোহিঙ্গাদের নিয়ে খবরের শুধু শিরোনামগুলো অদৃশ্য হয়ে যাওয়ার অর্থ এই নয় যে তাদের চাহিদা ফুরিয়ে গেছে। বরং বিশ্বের এখন শরণার্থীদের আগের চেয়ে আরো বেশি সাহায্য করা প্রয়োজন।’

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের চরম হতাশার মধ্যে জীবনযাপনের কথা বিবৃতিতে তুলে ধরেছেন ব্রুক সভাপতি। তিনি বলেন, খাদ্য সহায়তা কাটছাঁট হলে তাদের পরিস্থিতি আরো খারাপ করে তুলবে। জীবনের ঝুঁকি নিয়ে তাদের বিপজ্জনক সমুদ্রযাত্রায় আরো উদ্বুদ্ধ করতে পারে।

ব্রুক সভাপতি আরো বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে মৌলিক চাহিদা পূরণ করা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত তহবিল সরবরাহ করাসহ সহযোগিতার জন্য যথাসাধ্য করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিরাপদে ও মর্যাদায় তাদের বাড়িতে ফিরে যেতে পারে সে জন্য তাদের বিরুদ্ধে চলমান জেনোসাইড বন্ধ করতে বিশ্বকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে।’