English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৩৫

ঢাকায় নতুন ব্রিটিশ হাইক‌মিশনার সারা কুক

অনলাইন ডেস্ক
ঢাকায় নতুন ব্রিটিশ হাইক‌মিশনার সারা কুক

বাংলা‌দে‌শে নতুন হাইক‌মিশনার ঘোষণা ক‌রে‌ছে যুক্তরাজ‌্য। বর্তমান হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন সারা কুক‌।

গতকাল বুধবার আনুষ্ঠানিকভা‌বে সারা কুককে বাংলা‌দে‌শে নতুন হাইক‌মিশনার ঘোষণা ক‌রে‌ছে কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফ‌সি‌ডিও)।

যুক্তরাজ্যের ফরেইন, এফ‌সি‌ডিও দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান তিনি। চল‌তি বছ‌রের এপ্রিল কিংবা মে মা‌সের ম‌ধ্যে সারা কুকের দা‌য়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

এর আগে, ২০১২ থে‌কে ২০১৬ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআই) বিভাগের প্রধান হিসেবে বাংলা‌দেশ অফিসে সারা কুক দায়িত্ব পালন করেছেন ।