English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৩৯

প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রানি মাথিল্ডের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রানি মাথিল্ডের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে গত ৬ ফেব্রুয়ারি ঢাকায় আসেন রানি মাথিল্ডে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।