English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৩ ১৯:১১

জামিনে মুক্ত হাজী সেলিম

অনলাইন ডেস্ক
জামিনে মুক্ত হাজী সেলিম

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি।

হাজী সেলিমের জ্যেষ্ঠ আইনজীবী এম সাঈদ আহমেদ রাজা এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার দুপুর ১টায় কেন্দ্রীয় কারাগারের একটি টিম হাজী সেলিমের জামিনের কাগজপত্র নিয়ে বিএসএমএমইউতে প্রবেশ করে। পরে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে তা বুঝিয়ে দেন। এরপর সরিয়ে নেওয়া হয় কারা পুলিশের নিরাপত্তা।