English Version
আপডেট : ২৩ জুলাই, ২০২২ ১১:২৮

৯৯৯ টাকায় ‘পদ্মা সেতু ভ্রমণ’ প্যাকেজ উদ্বোধন

অনলাইন ডেস্ক
৯৯৯ টাকায় ‘পদ্মা সেতু ভ্রমণ’ প্যাকেজ উদ্বোধন

৯৯৯ টাকায় ‘পদ্মা সেতু ভ্রমণ’ প্যাকেজ উদ্বোধন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। শুক্রবার (২২ জুলাই) বিকেলে পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ প্যাকেজ উদ্বোধন করেন। 

পর্যটন ভবন প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, ট্রিয়াবের প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ ও টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরায়েশি।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে দর্শনার্থীদের নিয়ে ছেড়ে যাবে নিজস্ব দুটি এসি মাইক্রোবাস। শ্যামলী, আসাদগেট, সাইন্সল্যাব হয়ে বুয়েটের সামনে দিয়ে হানিফ ফ্লাইওভার হয়ে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে পদ্মা সেতু অতিক্রম করবে।

পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিণবঙ্গসহ সারাদেশেই পর্যটন খাতে অভূতপূর্ব উন্নতি ঘটবে। দেশের সমুদ্র সৈকত, চা বাগান, রাঙ্গামাটির পথ, প্রত্নতাত্ত্বিক স্থাপনার মতো সৌন্দর্য পৃথিবীর মানুষের কাছে আকর্ষণ বাড়াবে।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর ইতোমধ্যে আমরা ২৫ জন অ্যাম্বাসেডর, হাইকমিশনার ও বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে ট্যুর করেছি। তারা প্রত্যেকে চিঠি দিয়ে প্রশংসা করেছেন প্রাচ্যের ভেনিস বরিশাল, ম্যানগ্রোভ সুন্দরবন দেখে।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের ১১তম বড় পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের উন্নয়নের এক অপার বিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি উপহার পেয়েছে এ সেতু। দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাঙালি জাতি নতুন করে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে।

প্যাকেজ সম্পর্কে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার জানান, এ ভ্রমণের মাধ্যমে পর্যটকরা দিনের আলোতে পদ্মা সেতু এবং সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ট্যুর রুট হলো—‘ঢাকা-পদ্মা সেতু-ভাঙা চত্বর-বঙ্গবন্ধু মান মন্দির-ঢাকা’। বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউটের প্রশিক্ষিত গাইডের মাধ্যমে ট্যুরটি পরিচালিত হবে।

এ সম্পর্কে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর বলেন, পদ্মা সেতুর কারণে পর্যটন খাতে ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে। পদ্মা সেতু পর্যটনের দুয়ার খুলে দিয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর কারণে পর্যটক আসা শুরু হয়েছে।