English Version
আপডেট : ২২ জুলাই, ২০২২ ১৫:১৯

সরকারি কর্মকর্তাদের গাড়ির তেল খরচ কমলো

অনলাইন ডেস্ক
সরকারি কর্মকর্তাদের গাড়ির তেল খরচ কমলো

অর্থনৈতিক বিপর্যয় এড়াতে কৃচ্ছ্র সাধনের পরিধি বাড়লো। বিদ্যুতের পাশাপাশি এবার জ্বালানিখাতে ব্যয়ের লাগাম টেনে ধরলো সরকার। সরকারি প্রতিষ্ঠানসহ কোম্পানিগুলো এখন থেকে জ্বালানি খরচের সর্ব্বোচ্চ ৮০ ভাগ পর্যন্ত ব্যবহার করতে পারবে। আর বিদ্যুত খাতের বরাদ্দের ২৫ ভাগ সাশ্রয় করতে হবে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য দেয়া হয়েছে। এতে করে সরকারের বেশ ভালো অঙ্কের অর্থ বেঁচে যাবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র জ্বালানিখাতে বছরে সাশ্রয় হবে প্রায় ৫০০ কোটি টাকা।অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, কর্মকর্তাদের গাড়ি ব্যবহারে পেট্রল, লুব্রিকেন্ট ও গ্যাসের জন্য যে পরিমাণ বরাদ্দ দেয়া হয়, তার সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ব্যয় করা যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে যুগ্মসচিব থেকে তার ওপরের পদমর্যাদার কর্মকর্তারা সার্বক্ষণিক গাড়ি পান। গাড়ি ব্যবহারে মাসিক ২১০ লিটার জ্বালানি তেল পান তারা।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ওইসব কর্মকর্তা এখন থেকে বরাদ্দ তেলের ৮০ শতাংশ ব্যবহার করতে পারবেন।

জালানি খরচ সাশ্রয়ের পাশাপাশি কর্মকর্তাদের অফিসে বিদ্যুৎ খরচেও মিতব্যয়ী হতে হবে। পরিপত্রে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমানে সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ির জন্য এককালীন ঋণ পান। কর্মকর্তাদের গ্রেড ভেদে এ ঋণসুবিধা দেয়া হয়। তাদের জন্য জ্বালানি খরচ বাবদ মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেয়া হয়। এর বেশি ব্যয় হলে নিজের পকেট থেকে দিতে হয়।

যারা ঋণ নেন না, তারা পরিবহন পুল থেকে সরকারি গাড়ি পান। সরকার তাদের জ্বালানি সরবরাহ করে থাকে।