English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২২ ১৩:৩৪

সৌদিতে আরও এক বাংলাদেশির মৃত্যু, হজ শেষে ফিরেছেন ১২৩০৬ হাজী

অনলাইন ডেস্ক
সৌদিতে আরও এক বাংলাদেশির মৃত্যু, হজ শেষে ফিরেছেন ১২৩০৬ হাজী

এ বছর সৌদিতে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কামাল উদ্দিন মজুমদার (৬২)। তিনি ফেনীর ছাগলনাইয়ায় বাসিন্দা।

নতুন এ মৃত্যু নিয়ে চলতি হজ মৌসুমে ২৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মৃত ২৩ জনের মধ্যে ১৬ জন পুরুষ, বাকিরা নারী।এদিকে সোমবার (১৮ এপ্রিল) রাত ২টা পর্যন্ত ১২ হাজার ৩০৬ জন হাজী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা।

চলতি মাসের ৮ জুলাই অনুষ্ঠিত হয় পবিত্র হজ। এ বছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।

এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

গত ১৪ জুলাই হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে।