English Version
আপডেট : ১৬ জুলাই, ২০২২ ১৭:৫৭

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

অনলাইন ডেস্ক
শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয় শেখ হাসিনাকে। পরে আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের প্রতিরোধ আন্দোলনে দীর্ঘ ১১ মাস পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। আওয়ামী লীগ ১৬ জুলাইকে ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে।

দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দিনটি উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বাদ আসর কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে যুবলীগ।

এ ছাড়া ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অন্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আলোচনা, দোয়া মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি পালন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।