English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২২ ১৩:৪০

কোরবানির ঈদে যথাযথ দায়িত্ব পালন করেছে পুলিশ: আইজিপি

অনলাইন ডেস্ক
কোরবানির ঈদে যথাযথ দায়িত্ব পালন করেছে পুলিশ: আইজিপি

ঈদ উদযাপন শেষে পুলিশ সদস্যদের নতুন প্রেরণায় দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

তিনি বলেন, কোরবানির ঈদে যথাযথ দায়িত্ব পালন করেছেন পুলিশ সদস্যরা।

বুধবার পুলিশ সদরদপ্তরে কর্মরত পুলিশ কর্মকর্তা, সদস্য ও বেসামরিক কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান আইজিপি।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু ও পশুর হাটের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পুলিশ সদস্যরা এবং তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

কোভিডের সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।