English Version
আপডেট : ১২ জুলাই, ২০২২ ১৩:৪৫

ঈদের ছুটি শেষে খুলল অফিস

অনলাইন ডেস্ক
ঈদের ছুটি শেষে খুলল অফিস

গত রোববার (১০ জুলাই) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনি, রবি ও সোমবার সরকারি সাধারণ ছুটি ছিল।

ছুটি শেষে মঙ্গলবার (১২-০৭-২২) অফিস, আদালত, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খুলেছে। গতকাল সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ হয়।

ঈদের ছুটির আগে দিন শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা।

আজ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও খুলেছে। তবে কর্মক্ষেত্রে বিরাজ করছে ঈদের আমেজ।